Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিলেট জোনের প্রধান প্রকৌশলী’র দপ্তর বাগবাড়ীস্থ প্রায় ২১ একর ভূমির উপর অবস্থিত। এটি বিদ্যুৎ ভবন নামে পরিচিত। এই ভবনের দ্বিতীয় তলায় প্রধান প্রকৌশলী’র দপ্তর, বিতরণ অঞ্চল, বিউবো, সিলেট ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী’র দপ্তর, পরিচালন ও সংরক্ষণ সার্কেল, বিউবো, সিলেট রয়েছে। তৃতীয় তলায় আঞ্চলিক হিসাব দপ্তর, বিউবো, সিলেট। চতুর্থ তলায় কম্পিউটার বিলিং সেন্টার এবং এনার্জি অডিটিং বিভাগ, বিউবো, সিলেট অবস্থিত। এই অফিস প্রাঙ্গণের ভিতরে কর্মকর্তা/কর্মচারীদের আবাসিক ভবন, রেস্ট হাউজ, মসজিদ, একটি প্রাথমিক  ও একটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে এবং সুন্দর একটি লেক রয়েছে। বিতরণ অঞ্চল, বিউবো, সিলেট এর অধীণে সিলেট বিভাগের চারটি জেলা সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার এর বিদ্যুৎ গ্রাহক রয়েছে। 

বিতরণ অঞ্চল, বিউবো, সিলেট এর আওতাধীন ১৪ টি ইএসইউ এর অধীনে মোট ২০ (বিশ) টি ৩৩/১১ কেভি উপকেন্দ্র রহিয়াছে। বর্তমানে অত্র জোনের ১০টি বিতরণ বিভাগ সহ ৪টি বিদ্যুৎ সরবরাহ এর মাধ্যমে বিভিন্ন ক্ষমতার সর্বমোট ৩৭৮৩ টি বিতরণ ট্রান্সফরমার দ্বারা প্রায় ৪,১,০০০ জন গ্রাহককে বিদ্যুৎ সেবা প্রদান করা হইয়া থাকে। উক্ত দপ্তর সমূহ ০২(দুই) টি পরিচালন ও সংরক্ষণ সার্কেল এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। বিতরণ অঞ্চল, বিউবো, সিলেট এর অধীনে ৫০৮ কিঃমিঃ ৩৩ কেভি লাইন, ১৭১১ কিঃমিঃ ১১ কেভি লাইন, ৪৩৯১ কিঃমিঃ ০.৪/০.২৩ কেভি লাইন রহিয়াছে। অত্র জোনের ভৌগলিক এলাকা বৃহত্তর সিলেটের ০৪(চার) টি জেলায় বিস্তৃত।